লুসাইকন্যা কর্ণফুলীর কোল ঘেষে অবস্থিত বাকলিয়া শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজ । যার পূর্ণরূপ: বাকলিয়া শহীদ নূর হোসেন-ডা মিলন-মোজাম্মেল-জেহাদ ডিগ্রী কলেজ। ’৯০-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বুকে-পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিপাক” লিখে ১৯৮৭ সালের ১০ নভেম্বর ঢাকার রাজপথে মিছিলে অংশগ্রহনকালে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন।
একে একে শহীদ হন ১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন বিএমএ-র যুগ্মসম্পাদক ডাশামসুল আলম খান মিলন, ১৯৮৪ সালের ১৪ ফেব্রুয়ারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোজাম্মেল এবং ১৯৯০ সালের ১০ অক্টোবর নাজির হোসেন জেহাদ। তাঁদের আত্মত্যাগে সারাদেশের সকল সংগ্রামী ছাত্রসমাজ দলীয় পরিচয় ভুলে একাত্ম হয়ে শপথ নেয় “স্বৈরাচারকে খতম না করে আমরা ঘরে ফিরবো না।” ছাত্রদের এই অগ্নিশপথ সৃষ্টি করল বাংলাদেশের ইতিহাসে এক অনন্য উদাহরণ ‘৯০এর গণ
আরো তথ্য‘৯০ এর স্বৈরাচার বিরোধী ও গণআন্দোলনের শহীদ নূর হোসেন, ডা মিলন, মোজাম্মেল, জেহাদ (বাকলিয়া শহীদ এনএমএমজেডিগ্রি কলেজ) এর স্মরণে ১৯৯৫ সালে সাবেক মন্ত্রী জনাব আবদুল্লাহ আল নোমান সাহেব প্রতিষ্ঠা করেন ‘‘ বাকলিয়া শহীদ নূর হোসেন – ডা মিলন- মোজাম্মেল – জেহাদ ডিগ্রী কলেজ’’ (বাকলিয়া শহীদ এনএমএমজেডিগ্রি কলেজ)। বর্তমান সরকার , শিক্ষা মন্ত্রণালয় ও গভর্নিং বডি’র সহযোগিতা ও নির্দেশনা মোতাবেক
আরো তথ্য‘‘ বাকলিয়া শহীদ নূর হোসেন – ডা মিলন মোজাম্মেল – জেহাদ ডিগ্রী কলেজের’’ (বাকলিয়া শহীদ এনএমএমজে কলেজ) প্রতিষ্ঠাতা জনাব আবদুল্লাহ আল নোমান ৩১ মে, ১৯৪৫ খ্রীস্টাব্দে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অর্ন্তগত গহিরা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আহমেদ কবির চৌধুরী ও মাতার নাম আনজুমান আরা বেগম।
আরো তথ্য