‘‘ বাকলিয়া শহীদ নূর হোসেন – ডা. মিলন মোজাম্মেল – জেহাদ ডিগ্রী কলেজের’’ (বাকলিয়া শহীদ এন.এম.এম.জে. কলেজ) প্রতিষ্ঠাতা জনাব আবদুল্লাহ আল নোমান ৩১ মে, ১৯৪৫ খ্রীস্টাব্দে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অর্ন্তগত গহিরা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আহমেদ কবির চৌধুরী ও মাতার নাম আনজুমান আরা বেগম। তিনি ১৯৬২ সালে মাধ্যমিক, ১৯৬৫ সালে উচ্চ মাধ্যমিক এবং ১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর বাংলদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা যুদ্ধের পূর্বে থেকেই তিনি বাম রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচন করে এম.পি হন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়, বন ও পরিবেশ মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রাণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীত্বপদে আসীন ছিলেন। তিনি ১৯৯১ সালে নির্বাচনী প্রচারণা চলাকালীন চট্টগ্রামের বৃহত্তর বাকলিয়ায় অবহেলিত জনপদের উন্নয়নের প্রতিশ্রুতি-স্বরূপ এ অঞ্চলে রাস্তাঘাট, স্কুল, কলেজ নির্মাণের অংশ হিসেবে ‘৯০-এর স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের শহীদদের স্মৃতিকে বিমূর্ত করে রাখার লক্ষ্যে শহীদদের নামানুসারে ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন ‘বাকলিয়া শহীদ নূর হোসেন-ডা.মিলন মোজাম্মেল-জেহাদ ডিগ্রি কলেজ’ (বাকলিয়া শহীদ এন.এম.এম.জে. কলেজ)। ‘৯০-এর গণ আন্দোলনের শহীদদের স্মরণে ও নামানুসারে প্রতিষ্ঠিত এটাই বাংলাদেশের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান।