‘৯০ এর স্বৈরাচার বিরোধী ও গণআন্দোলনের শহীদ নূর হোসেন, ডা. মিলন, মোজাম্মেল, জেহাদ (বাকলিয়া শহীদ এন.এম.এম.জে.ডিগ্রি কলেজ) এর স্মরণে ১৯৯৫ সালে সাবেক মন্ত্রী জনাব আবদুল্লাহ আল নোমান সাহেব প্রতিষ্ঠা করেন ‘‘ বাকলিয়া শহীদ নূর হোসেন – ডা. মিলন- মোজাম্মেল – জেহাদ ডিগ্রী কলেজ’’ (বাকলিয়া শহীদ এন.এম.এম.জে.ডিগ্রি কলেজ)। বর্তমান সরকার , শিক্ষা মন্ত্রণালয় ও গভর্নিং বডি’র সহযোগিতা ও নির্দেশনা মোতাবেক কলেজের যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। অত্যাধুনিক পাঠপদ্ধতি, সুদক্ষ প্রশাসনিক কাঠামো ও ভালো ফলাফল অর্জনকারী কলেজগুলোর মধ্যে অন্যতম বাকলিয়া শহীদ নূর হোসেন-ডা.মিলন-মোজাম্মের-জেহাদ ডিগ্রি কলেজ।
এ কলেজে বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে বিজনেজ ম্যানেজমেন্ট টেকনোলোজি (বি.এম.টি.) শাখা এবং জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা মেয়াদী) শিক্ষাক্রমের আওতায়- ১) প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ২) জেনারেল ইলেকট্রিশিয়ান ৩) ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ৪) কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন ৫) প্রফিসিয়েনসি ইন ইংলিশ কমিউনিকেশন (স্পোকেন ইংলিশ) কোর্সসমূহ চালু রয়েছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিবিএস (পাস) কোর্স এবং ‘হিসাববিজ্ঞান’ ও ‘ব্যবস্থাপনা’ বিষয়ে বিবিএ(অনার্স) কোর্স চালু রয়েছে। শিক্ষার্থীদের নিকট পঠিত বিষয়সমূহ সবিস্তারে ও বাস্তবসম্মত ভাবে পাঠদানের লক্ষ্যে অত্যাধুনিক Interactive Board / Multimedia Projector-এর ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি করে Audio Visual ব্যবস্থায় পাঠদান করা হয়।
সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলীর তত্ববধায়নে নিয়মিত অংশগ্রহণমূলক শ্রেণি কার্যক্রম, সুবিশাল খেলার মাঠ, আন্ত:কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা, যথাযোগ্য মর্যাদায় ও ঝাকজমকপূর্ণভাবে জাতীয় দিবস পালন প্রভৃতি নিয়মিতভাবে পরিচালিত হয়। শিক্ষার মানোন্নয়নের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা যাতে ভবিষ্যৎ জীবনে সফলতার শীর্ষে উঠতে পারে এবং মহৎ মানুষ হয়ে দেশ ও জাতির গৌরবে পরিণত হতে পারে সেই লক্ষ্যেই এই কলেজের সকল কার্যক্রম বিন্যস্ত করা হয়েছে।বাকলিয়া শহীদ নূর হোসেন – ডা. মিলন- মোজাম্মেল – জেহাদ ডিগ্রী কলেজের একটি ডাইনামিক ওয়েব সাইট চালু করা হয়েছে যা অত্যন্ত যুগোপযোগী ও বাস্তবধর্মী। এ ওয়েবসাইট চালু করার ফলে তথ্য-প্রযুক্তির যুগের সাথে তাল মিলানো ও ডিজিটাল বাংলাদেশ গড়া সহজতর হবে এবং যে কেউ কলেজের তথ্যসমূহ সহজে অবগত হতে পারবে। তাই এ ওয়েব সাইট চালু করতে পেরে আমি খুবই আনন্দিত এবং যারা এ ওয়েব সাইট চালু করতে সার্বিক সহযোগিতা করেছেন তাদের জানাই কৃতজ্ঞতা।
আমাদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা সহায়ক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হলে বাকলিয়া শহীদ নূর হোসেন- ডা.মিলন-মোজাম্মেল-জেহাদ ডিগ্রি কলেজ অচিরেই চট্টগ্রাম তথা দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে উঠে দেশের শিক্ষা উন্নয়নে প্রভূত অবদান রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি।
আবদুল মালেক
অধ্যক্ষ
বাকলিয়া শহীদ নূর হোসেন-ডা. মিলন-মোজাম্মেল-জেহাদ ডিগ্রি কলেজ
চট্টগ্রাম।
ফোনঃ ০১৮১৯-৩৩৯৮৪৯